গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় বা‌নিয়ারচর গ্রামের স্বাস্থ্যকর্মী  রিপন বৈদ্য নিপু (৪২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সকালে ঢাকার কু‌র্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিপু বা‌নিয়ারচর ক্যাথ‌লিক মিশনের চিকিৎসা কেন্দ্রের ল্যাব টেক‌নি‌শিয়ান হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় বা‌নিয়ারচর গ্রামে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেওয়ায় কয়েক দিন আগে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার নমুনা দেন রিপন বৈদ্য। শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন ফরিদপুর হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে এখনো তার নমুনা রিপোর্ট পাওয়া যায়নি। রিপোর্টার পাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানা যাবে।