খাগড়াছড়ির মানিকছড়িতে আরও ৭ জনের দেহে প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন পুলিশ, ৩ জন ব্যাংক কর্মকর্তা ও একজন চিকিৎসক  রয়েছেন। শনিবার সকালে এ সংক্রান্ত রিপোর্ট পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রতন খীসা।

ডা. রতন খীসা জানান, নতুন আক্রান্ত পুলিশ সদস্যদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা, ব্যাংক কর্মকর্তা এবং চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।