- সারাদেশ
- আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু
আড়াই মাস পর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম শুরু

করোনার কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর শনিবার থেকে কার্যক্রম চালু হয়েছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের। গত ১৫ মার্চ এ বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
বন্দরের কাষ্টম পরিদর্শক আবু সাইদ জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন শনিবার দুপুরে তিনটি প্রতিষ্ঠানের ১৫ ট্রাক পাথর আমদানি করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের গার্মেন্টস পণ্য রপ্তানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্য বিধি মেনে উভয় দেশের সম্মতিক্রমে আমদানি রপ্তানি শুরু হওয়ায় দর্ঘিদিন থেকে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, বাংলাদেশের ব্যবসায়ী ও শ্রমিকসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ভারতীয় চালকদের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার সকল ব্যবস্থা নিয়েছেন।
সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন জানান, ভারতীয় ট্রাকগুলো আসলে তাদের ভারতীয় সীমানার মধ্যে রেখে স্বাস্থ্যকর্মীরা শরীর স্ক্যানিং করে তারপর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়। এভাবে স্বাস্থ্যবিধি মেনে চালকসহ সংশ্লিষ্টদের আসতে হবে। ব্যবসায়ী সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মানতে কড়া নির্দেশনা রয়েছে।
মন্তব্য করুন