- সারাদেশ
- আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কান্ত রঞ্জন দাস (১৭) দাস নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কান্ত রঞ্জন সোনারগাঁ উপজেলার মরিচারটেক গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার বিকেল তিনটার দিকে নরসিংদী থেকে একটি ট্রাক ও মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল- ৩৯-২৮৯০) ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলটি পুরিন্দা এলাকায় পৌঁছে ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় উল্টে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কান্ত রঞ্জন দাসের মৃত্যু হয়। আহত অপর আরোহী আবু তালহাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাকটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন