চাঁদপুরে নতুন করে আরও ৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৩ জনে।

শনিবার চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ এ সব তথ্য জানান। তিনি জানান, জেলায় ৯৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ ৪৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ১ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, চাঁদপুর জেলা থেকে এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২ হাজার ৯৫০ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৪৯০ জনের। এখনও রিপোর্ট পেন্ডিং আছে ৪৬০ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের এবং সুস্থ হয়েছেন ৮০ জন।

মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫৭ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮ জন, মতলব উত্তরে ১৯ জন, ফরিদগঞ্জে ৪৯ জন, হাইমচরে ২৫ জন, হাজীগঞ্জে ৪৯ জন, কচুয়ায় ২৮ জন এবং শাহরাস্তিতে ৪৯ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০১ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে ১৮ জন, ঢাকায় পাঠানো হয়েছে ৪ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৭৯ জন।