- সারাদেশ
- সহকারী পুলিশ সুপারসহ সোনাগাজীতে ২৬ জনের করোনা
সহকারী পুলিশ সুপারসহ সোনাগাজীতে ২৬ জনের করোনা

প্রতীকী ছবি
ফেনীর সোনাগাজীতে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার রিপোর্টে তাদের ফলাফল পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে সোনাগাজী ও দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল আহমদ ভুঞা রয়েছেন বলে জানান মডেল থানার ওসি সাজেদুল ইসলাম। এ নিয়ে সোনাগাজীতে মোট ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
সোনাগাজী উপজেলায় ২৬ জনের মধ্যে একজন স্বাস্থ্য বিভাগীয় কর্মী, একজন পরিসংখ্যানবিদ, একজন উপজেলা ভূমি কর্মকর্তা, তিনজন পুলিশ সদস্য। চরদরবেশ ইউনিয়নের দক্ষিন চরসাহাভিকারী এলাকায় স্কুল শিক্ষক সহ একই পরিবারের ৪ জন রয়েছেন। এ ছাড়া সোনাগাজী পৌরসভা এলাকায় ৫ জন, মতিগঞ্জ ইউনিয়নে ৭ জন, নবাবপুর ইউনিয়নে ২ জন ও ২ জন আমিরাবাদ ইউনিয়নে বাসিন্দা।
সোনাগাজীতে মোট আক্রান্ত ৮৫ জনের মধ্যে মডেল থানার ৯ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে সোনাগাজী ও দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল আহমদ ভুঞা, ওসি (তদন্ত)আব্দুর রহিম সরকার, উপপরিদর্শক সাইফ উদ্দিন ও বাকিরা কনষ্টেবল।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শনিবার পর্যন্ত ৩ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে এ পর্যন্ত ২ হাজার ৬৮০ জনের প্রতিবেদন আসে।
মন্তব্য করুন