- সারাদেশ
- তাড়াশে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু
তাড়াশে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে করোনার উপসর্গ নিয়ে আব্দুল করিম মন্ডল (৭৫) নামের এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার নওগাঁ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত দেরাজ মন্ডলের ছেলে।
শনিবার সকালে নিজ তিনি বাড়িতে মারা যান। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই করিম মন্ডল জ্বর, তীব্র শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে ভুগছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হলে সেখানে গিয়ে দেখা যায় মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে এবং তার বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ পাঠানো হয়েছে এবং তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন