এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে বগুড়া জেলার মধ্যে সেরা হওয়া তাইরিন সাবরিনা তোরার লেখাপড়ার দায়িত্ব নিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু।

মিতুর পক্ষ থেকে শনিবার তোরার হাতে বই, পোশাক ও ভর্তির খরচের টাকা তুলে দেন চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎস পরিষদ (স্বাচিব) বগুড়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজকর্মী ডা.শামির হোসেন মিশু ও মিতুর সহপাঠী স্বেচ্ছাসেবী মাসুদুর রহমান বাপ্পী।

দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (ভিএম) এই অর্থ প্রদান করা হয়। এ সময় তাইরিন সাবরিনা তোরার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন এবং তোরা বাবা তোয়ায়েল আহম্মেদ ও মা শামিমা আহম্মেদ উপস্থিত ছিলেন।

মিতুর সহপাঠী মাসুদুর রহমান বাপ্পী জানান, একটি অনলাইন পোর্টালের নিউজে বগুড়ার মেয়ে তোরার এই সাফল্যের খবর জানতে পারেন মিতু। এরপর খোঁজ খবর নিয়ে তার পড়ালেখা করার সহায়তার কথা জানান। তোরার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে প্রতিমাসে লেখাপড়ার খরচ পৌঁছে যাবে।

প্রসঙ্গত, বগুড়া শহরের সাতমাথা এলাকায় ফুটপাতের খুচরা ফল বিক্রেতা তোফায়েল আহম্মেদের মেয়ে তাইরিনা সাবরিন তোরা। রাজশাহী বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ১২৬৬ নম্বরসহ জিপিএ ৫ পেয়েছে।

মেধাবী তোরার স্বপ্ন ম্যাজিষ্ট্রেট হয়ে দেশ ও জনগণের সেবা করার। বাবা তোয়াফেল আহম্মেদ ও গৃহিনী মা শামিমা আহম্মেদ এর দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান তোরা। তোরার ছোট ভাই সাকিব সাদনান নার্সারিতে পড়ে।

তোরার মা শামিমা আহম্মেদ জানান, তার মেয়ে ৫ম শ্রেণিতে ও ৮ম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।