গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ইয়াছিন সরকার রাব্বি (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রাব্বি বগুড়া শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গোফ্ফার সরকারের ছেলে। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন এ তথ্য জানিয়েছেন।

নিহতের স্বজনের বরাতে জানা গেছে, ইয়াছিন সরকার রাব্বি গোবিন্দগঞ্জ পৌরশহরের মহিমাগঞ্জ রোডস্থ হক ম্যানসন মার্কেটে দীর্ঘ দিন ধরে ওষুধের দোকান করে আসছিলেন। তিনি পরিবার নিয়ে পৌরশহরের প্রধানপাড়ায় থাকতেন। বেশ কয়েকদিন যাবত তিনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভূগছিলেন। এরই একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান রাব্বি। দেহে করোনা উপসর্গ থাকায় প্রশাসনের লোকজনসহ হাসপাতাল থেকে কয়েকজন এসে রাতেই তার মরদেহ বগুড়া শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামে দাফন করে। সেই সাথে ওই বাড়িটি লকডাউন করা হয়।