সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে মাহবুব আলম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মাহবুব আলমের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি নগরীর লালদিঘীরপাড়ের একটি সোনার দোকানের কর্মচারী ছিলেন।

জানা যায়, শনিবার বিকেলে মাহবুব ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা জানান, প্রাথমিকভাবে মাহবুব আলম ভবনের ছাদ থেকে স্বেচ্ছায় লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত মাহবুবের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সেলিম। সেখানে ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে আরও বিস্তারিত বলা যাবে।