করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সাভারের আশুলিয়া গণকবাড়িসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী গারো জনগোষ্ঠীর ৬০ পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’। পরিবারগুলোর মধ্যে শিশুখাদ্য ও পুষ্টিচালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেয় স্বপ্ন।

গারো জনগোষ্ঠীর প্রায় ৩০০ পরিবার আশুলিয়ার গণকবাড়িসহ পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে। এসব পরিবারের সদস্যরা বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করেন। অনেকে আবার বিভিন্ন বিউটি পার্লারেও কাজ করেন। তবে কভিড-১৯ এ পরিবারগুলোর সামনে দুঃস্বপ্ন বয়ে এনেছে।

টানা তিনমাসের অচলাবস্থার কারণে চাকরি হারিয়েছেন অনেকে। সিংহভাগ চাকরিজীবীর বেতন ৬০ শতাংশ থেকে শূন্যে নেমেছে। হঠাৎ আয়ের পথ বন্ধে বিপাকে পড়েছে পরিবারগুলো। এমতাবস্থায় সামাজিক দায়বদ্ধতা পূরণের অংশ হিসেবে বুধবার সঙ্কটে থাকা ৬০টি গারো পরিবারকে শিশুখাদ্য ও পুষ্টিচালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ‘স্বপ্ন’। সেইসঙ্গে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গারো পরিবারের সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বপ্নের এই উদ্যোগের সঙ্গে আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড শিশুদের গুড়ো দুধ স্পন্সর করেছে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘অভুক্ত শিশুদের শরীর থেকে হাড্ডিসার বের হওয়া ছবি দেখে আমাদের পার্টনার প্রতিষ্ঠানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করলাম। এরপর সবাই মিলে যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম। আর সামনেও যতটা সম্ভব করার চেষ্টা থাকবে আমাদের।’ সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : সুপারশপ ‘স্বপ্ন’

মন্তব্য করুন