সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকার ওই বাসিন্দা মারা যান। তিনি নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

হাসপাতালের সহকারী আবাসিক চিকিৎসক (এআরএমও) ডা. জন্মেজয় দত্ত এ তথ্য জানান। তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হবে।

শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই বৃদ্ধকে নিয়ে সিলেট বিভাগে করোনায় ৪৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে ৩৭ জন সিলেট জেলার বাসিন্দা।

এদিকে শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় দুইজনের মৃত্যু হয়। অন্য তিন জেলার মধ্যে সুনামঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৪ জন ও হবিগঞ্জে ৩ জন করোনায় মারা গেছেন।