- সারাদেশ
- খাগড়াছড়িতে পুলিশসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত
খাগড়াছড়িতে পুলিশসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়িতে আরো ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। এছাড়া ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তের মধ্যে পুলিশ সদস্যরাই বেশি; এছাড়া স্বাস্থ্য কর্মীও আছেন।
শনিবার গত ২৪ ঘণ্টায় পাওয়া ফলাফলে এতথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, রামগড়ে ৮ জন, মানিকছড়িতে ৭ জন, দীঘিনালায় ৩ জন, খাগড়াছড়ি সদরে ৩ জন, মহালছড়িতে ১ জন ও মাটিরাঙ্গায় ১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, আক্রান্তের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। এরমধ্যে রামগড়ে ৭ ও দীঘিনালায় ৩ পুলিশ সদস্য রয়েছেন। দীঘিনালার পুলিশ সদস্যরা কক্সবাজারে দায়িত্ব পালন শেষে গত ৭ জুন দীঘিনালায় ফেরেন। ৮ জুন নমুনা সংগ্রহ করা হয়েছিল।
মন্তব্য করুন