খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে নয়টাযর দিকে তার মৃত্যু হয়।

করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডাক্তার মিজানুর রহমান জানান, জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে দুই দিন আগে মনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে তিনি মারা গেছেন। মৃত মনোয়ারা বেগম নগরীর বাগমারা এলাকার ফজর আলীর স্ত্রী।