- সারাদেশ
- গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৮
গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৮

ফাইল ছবি
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জনে। গত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন । মারা গেছেন ৮ জন।
রোববার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ২ জন, মুকসুদপুরে ৪ জন, কোটালীপাড়ায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ৪২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মুকসুদপুরে ১২১ জন, কাশিয়ানীতে ১১৮ জন, গোপালগঞ্জ সদরে ৯০ জন, টুঙ্গিপাড়ায় ৬১ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭০ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৪৩ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
মন্তব্য করুন