- সারাদেশ
- বগুড়ায় করোনায় শিক্ষকের মৃত্যু
বগুড়ায় করোনায় শিক্ষকের মৃত্যু

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে সাফিউল আলম (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি জেলার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা। তিনি গাবতলীর লাঠিগঞ্জ স্কুল ও কলেজের শিক্ষক ছিলেন।
রোববার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশার মোমিন।
তিনি জাননা, সাফিউল আলম করোনায় আক্রান্ত হয়ে শনিবার বেলা ১২টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি হৃদরোগের পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রোববার সকালে তার মৃত্যু হয়।
সাফিউল আলমের লাশ দাফনের জন্য জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান আরএমও ডা. খায়রুল বাসার মোমিন।
এদিকে বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৩৯ জনের।
মন্তব্য করুন