- সারাদেশ
- রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে চেয়ারম্যানের মৃত্যু
রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে চেয়ারম্যানের মৃত্যু
শহিদ উল্লাহ শহিদ
লক্ষ্মীপুরের রামগঞ্জে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শহিদ উল্লাহ শহিদ নামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারা গেছেন। রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, চেয়ারম্যান শহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোরে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। তার ইউনিয়ন নিয়ে আমাদের কতো পরিকল্পনা ছিলো, প্রতিনিয়তই আমার সঙ্গে যোগাযোগ করতেন, করোনা নিয়ে এলাকায় প্রচুর কাজ করেছেন তিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
মন্তব্য করুন