- সারাদেশ
- পাবনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পাবনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ফাইল ছবি
পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুস সোবহান (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সাঁথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ এর ছেলে। পুলিশের দাবি, সোবহান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাঁথিয়া, আমিনপুর ও বেড়ায় থানায় ১১টি মাদক মামলা রয়েছে। শনিবার রাতে পাড়করমজা কবরস্থান এলাকায় এই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদকের একটি বড় চালান পাড় করমজা থেকে পাচার হবে। এমন সংবাদে ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ছোবাহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৬টার দিকে সে মারা যায়।
এ ঘটনায় পুলিশের দুই কনেস্টেবল আহত হন। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন একটি ওয়ান স্যুটার গান, এক রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মন্তব্য করুন