লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন(৫২)। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। আনোয়ার হোসেন সদর পাবতীনগর সোনাপুর নিবাসী এনসিসি ব্যাংক রায়পুর শাখার কর্মচারী ছিলেন।

এদিকে করোনা উপসর্গে মোহাম্মদ সহিদ উল্যা (৫৫) নামে একজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি জেলার রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এছাড়া করোনা উপসর্গে সদর উপজেলার রশিদপুর নিবাসী খোরশেদ আলম (৬৫) নামের এক ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, জ্বর , কাঁশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রোববার ভোর রাতে রাজধানীর আনোয়ার খাঁন মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৫জনে পৌঁছেছে। ।

এদিকে ৬ ষষ্ঠ দিনের মতো চলা লকডাউনের কারণে জেলার পাঁচটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সকল কাচাবাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, আভ্যন্তরীন ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।