- সারাদেশ
- ইন্দুরকানীতে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু
ইন্দুরকানীতে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা উপসর্গে সিদ্দিকুর রহমান শেখ (৬২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কালাইয়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কালাইয়া গ্রামের বাসিন্দা পত্তাশী ইউপি সচিব মতিউর রহমান জানান, মৃত সিদ্দিকুর রহমান জ্বর, সর্দি-কাশিতে ভূগছিলেন। শনিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিন উল ইসলাম জানান, করোনা সন্দেহে মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিরোজপুর জেলা হাসপাতালের মাধ্যমে বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানা যাবে।
মন্তব্য করুন