কিশোরগঞ্জে নতুন করে আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। রোববার ৪৫৬ জনের নমুনার ফলাফলে ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলার ১৩ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২২০ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১৮ জন। মারা গেছেন ২০ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান রোববার দুপুরে এ সব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ৯১ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২২ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ৫ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, ভৈরব উপজেলায় ৩৬ জন, নিকলী উপজেলায় ১ জন, ইটনা উপজেলায় ১ জন, মিঠামইন উপজেলায় ১ ও বাজিতপুর উপজেলায় ১৩ জন রয়েছেন। ঢাকার দুইটি এবং সৈয়দ নজরুল ইসলাম এই তিনটি ল্যাবে মোট ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে এই ৯১ জনের করোনা শনাক্ত হয়।

এ ছাড়া সর্বমোট আক্রান্ত ১২২০ জনের উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২২৭ জন, হোসেনপুর উপজেলার ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮০ জন, তাড়াইল উপজেলায় ৬৮ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৫২ জন, কটিয়াদী উপজেলায় ৬৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৮৬ জন, ভৈরব উপজেলায় ৪৬০ জন, নিকলী উপজেলায় ১৮ জন, বাজিতপুর উপজেলায় ৭৭ জন, ইটনা উপজেলায় ২৫ জন, মিঠামইন উপজেলায় ২৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন মৃত ব্যক্তি রয়েছেন।

অপরদিকে ২১ জুন রিপোর্টে গত সোমবার (১৫ জুন) ভৈরবে মারা যাওয়া সগীর আহমেদ এর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ আসে।