- সারাদেশ
- দৌলতদিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পান্নু মোল্লা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম পান্নু মোল্লার (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, পান্নু মোল্লা শনিবার তিনি নিজ ঘরে ঘুমিয়েছিলেন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি ঘর থেকে বের হননি। সন্ধ্যার পর তার শয়ন কক্ষের জানালা দিয়ে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম জানান, প্রাথমিকভাবে এ মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন