সিরাজগঞ্জ শহরের চর মালসাপাড়ায় মুন্নি বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে।

আটকেরা হলেন-শাশুড়ি সূর্য্য খাতুন (৪৫) ও ননদ রুনা খাতুন (২০)। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী জাহিদ হোসেন পলাতক রয়েছেন। 

জানা গেছে, যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে মুন্নিকে প্রায়ই নির্যাতন করতেন। এরই জেরে শনিবার সন্ধ্যায় তারা মুন্নিকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে লাশ গুম করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে শাশুড়ি ও ননদকে আটক করলেও তার স্বামী পালিয়ে যায়। 

নিহত মুন্নির মা জহুরা বেগম বাদী হয়ে জামাই এবং তার মা-বোনকে আসামি করে রোববার দুপুরে সদর থানায় মামলা করেছেন। 

রোববার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিক সুরতহালে ঘটনাটি শ্বাসরোধে হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।