- সারাদেশ
- কুমিল্লায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯
কুমিল্লায় আরেকজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯

কুমিল্লায় করেনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। এনিয়ে জেলায় করোনায় মোট ৭৮ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় আরও ৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৬৮১জন।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত কয়েকদিন প্রতিদিন তা ছিলো ছয়জন অথবা সাতজন। ২৪ ঘন্টায় ৩০ জন সুস্থসহ মোট ৭৭৭ জন সুস্থ হয়েছেন।
রোববার বিকেলে কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কুমিল্লা নগরীতে সাতজন, আদর্শ সদরে দুইজন, বরুড়ার ছয়জন, চৌদ্দগ্রামের ছয়জন, মুরাদনগরের আটজন, সদর দক্ষিণের আটজন, বুড়িচংয়ে সাতজন, হোমনার ১৩ জন, দাউদকান্দির চারজন, দেবিদ্বারের ১৪জন, ব্রাক্ষণপাড়ার দুইজন ও লাকসামে দুইজন আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত কুমিল্লা নগরীসহ পুরো জেলা থেকে ১৬ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪ হাজার ৮৪৪ জনের। রোববার বুড়িচং ১১, দেবিদ্বারে ১৪, সদর দক্ষিণে একজন, হোমনায় তিনজন ও মুরাদনগরে একজনসহ ৩০ জন সুস্থ হয়েছেন। এ দিন মুরাদনগরে একজন মারা গেছেন।
মন্তব্য করুন