- সারাদেশ
- ভাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু
ভাঙ্গায় করোনায় আরও একজনের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কালিপদ ভৌমিক (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টায় পৌরসভার চণ্ডিদাসদী গ্রামে তার মৃত্যু হয়।
কালিপদ ভৌমিক (৬৫) পৌরসভার চন্ডিদাসদী গ্রামের প্রয়াত রমেক চন্দ্র ভৌমিকের ছেলে।
এই নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মোহসিন জানান, ১৪ জুন শনিবার কালিপদ করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষার জন্য যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলে পরের দিন রোববার ফলাফল পজেটিভ আসে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দুপুরে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে মৃতের সৎকারের কাজ করা হবে।'
মন্তব্য করুন