খুলনা মহানগরীর রাইসা ক্লিনিকের মালিক ডা. আবদুর রকিব খান হত্যা মামলায় আরও ২ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আসামি আবদুল কুদ্দুস ও গোলাম মোস্তফা রোববার বিকালে মহানগর হাকিম মো. সাইদুল ইসলামের আদালতে এই জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এস আই বি এম মনিরুজ্জামান জানান, জবানবন্দিতে আসামি আবদুল কুদ্দুস ও গোলাম মোস্তফা ডা. রকিবের ওপর হামলার কথা স্বীকার করেছেন।

এর আগে আসামি জমির আলী শেখ ও খাদিজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তিনি জানান, আসামি আবুল আলী ও আবদুর রহিমকে রিমান্ড শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

প্রসঙ্গত, নগরীর রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামে এক নারী সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। ১৫ জুন রাতে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তার স্বজনরা ডা. রকিবকে মারধর করেন। খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিব ১৬ জুন বিকালে মারা যান। গত ১৭ জুন ডা. রকিবের ভাই বাদি হয়ে থানায় মামলা করেন।