কুমিল্লার বাদুড়তলা ফয়জুন্নেচ্ছা স্কুলের বিপরীতে ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার করা বৃদ্ধ মারা গেছেন। তার ঠিকানা খুঁজে না পেয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ খোরশেদ মিয়াকে ডাস্টবিনের পাশে কে বা কারা ফেলে চলে যায়। স্থানীয়রা দেশে জরুরি সেবা নাম্বার ৯৯৯  তে কল দিয়ে জানায়। বৃদ্ধকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায় পুলিশ সদস্যরা। হাসপাতালে ভর্তি করার পরেই মারা যান খোরশেদ মিয়া (৬০)। 

অ্যাসিসটেন্ট টাউন সাব-ইন্সপেক্টর খন্দকার শাহাব উদ্দিন জানান, বৃদ্ধ খোরশেদ মিয়ার শ্বাসকষ্ট হচ্ছিলো। ঠিকমত কথা বলতে পারছিলেন না তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছু পরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, তার ঠিকানা জানার চেষ্টা চলছে। রোববার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। 

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক জানান, বৃদ্ধ খোরশেদ মিয়া জানিয়েছিলেন, তার গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকায়। কুমিল্লা শহরের ঠিকানা পাওয়া যায়নি। তার সঠিক ঠিকানা খুঁজে না পেয়ে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হয়।