- সারাদেশ
- মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

মারামারি থামাতে গিয়ে যশোরে উপশহর শিশু হাসপাতালের সামনে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক ইমু (৩৭) উপশহর বি ব্লক মসজিদ সংলগ্ন ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে ও উপশহর আদর্শ বহুমুখী মাদ্রাসার সভাপতি। তিনি পেশায় পাথর ব্যবসায়ী।
নিহতের বাবা ইকবাল হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে শিশু হাসপাতালের সামনে উঠতি বয়সের দুই ছেলে মারামারি করছিল। তাদের থামাতে গিয়ে একজনকে থাপ্পড় মারে ইমু। সঙ্গে সঙ্গে ওই ছেলে ছুরি নিয়ে ইমুর উপর হামলা করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক জিন্নাতুল নেসা জানান, পেটে ও দুই পায়ের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। রাত ৮টা ৩৮ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ৮টা ৫০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক তাসনীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারী চিহ্নিত করতে চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন