সিলেট বিভাগের চার জেলায় একদিনে রেকর্ড ২০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেট জেলায় নতুন করে ৭৮ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৫১ জন ও মৌলভীবাজারে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার ঢাকা ও সিলেটের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তদের শনাক্ত করা হয়। সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৪৯ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এদিন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৭৮ জন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। ফলে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৫৫ জন।

মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, নতুন করে শনাক্ত হওয়া সকলে সুনামগঞ্জের বাসিন্দা। এতে সুনামগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭৫ জন।

এদিন হবিগঞ্জ জেলায়ও নতুন করে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে তাদের এই তথ্য জানানোর কথা বলেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান। হবিগঞ্জে এখন পর্যন্ত মোট ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় মারা গেছেন এবং ১৭২ জন সুস্থ হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার ল্যাব থেকে ই-মেইলের মাধ্যমে মৌলভীবাজারে নতুন করে ২৪ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানিয়েছেন, সোমবার রাতে আরও ৩৮ জনের করোনা আক্রান্তের তথ্য জানানো হয়। সবমিলে মৌলভীবাজার জেলায় ৩৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত পুরো বিভাগে করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৭৮৭ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৫ জন।