- সারাদেশ
- চাটমোহরে ৩ বছরের শিশুসহ দুইজন করোনা পজিটিভ
চাটমোহরে ৩ বছরের শিশুসহ দুইজন করোনা পজিটিভ

প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে মঙ্গলবার শিশুসহ আরও ২ জনের করেনো শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১২ জনের করোনা শনাক্ত হলো।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত দুইজনের মধ্যে একজন ৩ বছরের শিশু। সে এর আগে করোনা শনাক্ত হওয়া উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের জামালপুর গ্রামের স্কুল শিক্ষকের ছেলে। তার বাবার পজিটিভ আসায় পরিবারের সবার নমুনা নিয়ে গত ১৫ জুন পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। মঙ্গলবার তার ফলাফল পজিটিভ আসে।
আরেকজনের বয়স ৩০ বছর। তার বাড়ি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে। তিনি সিরাজগঞ্জের একটি ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত। তার জ্বর আসার কারণে গত ১৪ জুন বাড়িতে আসেন এবং ১৫ জুন পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। তারও পজিটিভ আসে মঙ্গবার প্রদত্ত ফলাফলে।
ডাক্তার রুহুল কুদ্দুস বলেন, দুইজনের মধ্যে ৩ বছরের শিশুটির কোনো উপসর্গ নেই। আর ৩০ বছরের যুবকের প্রথমে জ্বর ঠান্ডা ছিল, এখন ভাল আছে।
মন্তব্য করুন