- সারাদেশ
- বগুড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৭৭
বগুড়ায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৭৭

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে শহিদুল্লা সরকার (৭৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি শহরের কাটনারপাড়া এলাকায়। তিনি শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডে পার্টসের ব্যবসা করতেন।
বুধবার ভোরে তিনি টিএমএসএস হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল মুখপাত্র আব্দুর রহিম রুবেল।
এ দিকে জেলায় নতুন করে আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।
মৃত শহীদুল্লা সরকারের ছেলে সুজন জানান, তার বাবা গত ২২ জুন করোনায় আক্রান্ত হন। ওই দিনই তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিস, অ্যাজমা, এলার্জি, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
হাসপাতাল মুখমাত্র আব্দুর রহিম রুবেল জানান, শহীদুল্লা সরকারের লাশ জীবাণুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন