- সারাদেশ
- শৈলকুপায় ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত
শৈলকুপায় ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহের শৈলকুপায় নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের ৪ সদস্য রয়েছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার জন্য জমা দেওয়া ১১ টি নমুনার মধ্যে বুধবার ৬ জনের করোনা পজেটিভ ফল এসেছে । আক্রান্তদের মধ্যে উপজেলার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার পরিবারের তিন সদস্য রয়েছেন । এছাড়া পৌর এলাকার রামগোপাল পাড়ার ১জন ও মনোহরপুর ইউনিয়নের ১জন আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন । এ নিয়ে শৈলকুপায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। এর মধ্যে মারা গেছেন ১ জন।
মন্তব্য করুন