পিরোজপুরের ভাণ্ডারিয়ায় করোনার উপসর্গ নিয়ে আবুয়াল আহসান মালকর (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত আবুয়াল আহসান মালকর উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

হাসপাতাল ও মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে আবুয়াল আহসান মালকর সর্দি-জ্বরে ভূগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অক্সিজেন দেয়ার কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। বুধবার সকাল ৯ টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক করবস্থানে সাবেক ওই ইউপি সদস্যর মরদেহ দাফন সম্পন্ন হয়।

এদিকে মঙ্গলবার রাতে উপজেলায় নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পৌরশহরে ২ জন এবং উপজেলার হেতালিয়া ও ইকড়ী গ্রামে ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, সাবেক ওই ইউপি সদস্য করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এছাড়া উপজেলায় নতুন আক্রান্ত চার জনকে হোম আইসোলসনে রেখেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ১৭ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এদিকে করোনা নিয়ন্ত্রণে ভাণ্ডারিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ড রেড জোনের আওতায় রয়েছে।