- সারাদেশ
- জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার রতনপুর স্লুইসগেট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত রবিউল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। র্যাবের দাবি, নিহত রবিউল ইসলাম বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহ মাদকের ১৯ মামলার আসামি।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, দলবল নিয়ে মাদক কারবারের খবর পেয়ে র্যাবের আভিযানিক দল বুধবার ভোরে স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় র্যাবের দু’জন সদস্য আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেন্সিডিলসহ ১২০০ পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
মন্তব্য করুন