- সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষ, নিহত বেড়ে ৪
ঠাকুরগাঁওয়ে ট্রাক-থ্রি হুইলার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ ইটভাটা এলাকায় ট্রাক-থ্রি হুইলার (পাগলু ) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত থ্রি হুইলারের চালক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছেন।
বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় ওই রাতেই মারা যান ৩ জন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম প্রধান এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলাগামী থ্রি হুইলারের সাথে ঠাকুরগাঁওগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যান। ওই রাতেই ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর সাদেকুল ইসলাম নামে অপরজন মারা যান। আহত হন আরো এক শিশু। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় ট্রাকটি পালিয়ে যায়।
মন্তব্য করুন