পাবনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জনে।

পাবনার সিভিল সার্জন ডা. মির্জা মেহেদী ইকবাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

এ দিকে করোনায় আক্রান্ত হয়ে পাবনা 'সেন্ট্রাল গার্লস হাই স্কুলের’ অফিস সহকারী লিয়াকত আলি (৬০) মারা গেছেন। সম্প্র্রতি সে জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। করোনা পরিক্ষায় তার পজিটিভ আসে। এক পর্যায় তার অবস্থার অবনতি হলে ২২ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়র সে মারা য়ায।

মৃত লিয়াকত আলী পাবনা শহরের রাধানগর নৃনামতি এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।