ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তারা মারা যান। তারা হলেন উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর শেখ (৭৬) ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের সরোয়ার খানের স্ত্রী মোসাম্মত লুৎফন খাতুন (৫০)।

বুধবার সকালে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত দুইজন গত ২১ জুন করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার রাতে দুজনেরই মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।  এছাড়া নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান জানান, স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা আব্দুর শুকুর শেখের দাফনের ব্যবস্থা করা হবে।