- সারাদেশ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ইউপি সদস্য নিহত
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ইউপি সদস্য নিহত

ফাইল ছবি
বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে কাটা পড়ে হিরণ চন্দ্র সরকার (৬৮) নামে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টা ২০ মিনিটে কাহালু স্টেশন থেকে ৩০০ মিটার পূর্বদিকে উলট্ট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হিরণ চন্দ্র সরকার মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের সাতরোখা গ্রামের মহন্ত চন্দ্র সরকারের ছেলে।
বগুড়া রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক লিপি খাতুন জানান, লামনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি কাহালু স্টেশনের কাছাকাছি আউটার সিগন্যালে পৌঁছার পর পরই ওই ব্যক্তি রেললাইনে চলে আসেন।
তিনি জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
কাহালু স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে- হিরন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
মন্তব্য করুন