- সারাদেশ
- চাঁদপুরে মৃত ২ জনসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে মৃত ২ জনসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে মৃত দুইজনসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে একজনের বাড়ি সদর ও আরেকজনের শাহরাস্তি উপজেলায়।
বুধবার জেলায় ৬৯ জনের নমুনার পরীক্ষার ফল আসে। এর মধ্যে ৩২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫২ জনে পৌঁছেছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৯ জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এসব তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন, হাইমচর উপজেলায় ২ জন, শাহরাস্তি উপজেলায় ১৭ জন রয়েছেন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৬৭, হাইমচর উপজেলায় ৩৬, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৬ জন, কচুয়া উপজেলায় ২৯ জন, শাহরাস্তি উপজেলায় ৮৪ জন আছেন।
মন্তব্য করুন