- সারাদেশ
- ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু
ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

আ. রাজ্জাক
নেত্রকোণার কমলাকান্দায় ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আ. রাজ্জাক (৩৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আ. রাজ্জাক ওই গ্রামের মো. দুলাল মিয়ার পুত্র। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের ৪নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে ফ্যানের তারে সংযোগ দিতে গিয়ে রাজ্জাক বিদুৎতায়িত হন। পরে তার স্ত্রী ঘরে ঢুকে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বিদ্যুৎস্পষ্টে যুবলীগ নেতা রাজ্জাকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন