কিশোরগঞ্জে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষার ফলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলার ১৩ উপজেলায় এক হাজার ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ২ জন ও মিঠামইন উপজেলায় ২ জন রয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ ও বাজিতপুরের ল্যাবে মোট ১৪৪  জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও জানান,  বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ২ জনসহ জেলায় মোট ৭১৪ জন করোনা রোগী এবং ৬ জন সন্দেহভাজন বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২৪০ জন, হোসেনপুর উপজেলার ২৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮৩ জন, তাড়াইল উপজেলায় ৬৮ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৫৩ জন, কটিয়াদী উপজেলায় ৬৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৮৮ জন, ভৈরব উপজেলায় ৪৬৮ জন, নিকলী উপজেলায় ১৮ জন, বাজিতপুর উপজেলায় ৮২ জন, ইটনা উপজেলায় ২৫ জন, মিঠামইন উপজেলায় ৩০ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২১ জন।