ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরির মধ্যে ঢুকে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাকিব উল্লাহ খান সোহেল ও বরকত উল্লাহ। তাদের মধ্যে রাকিব উল্লাহ খান পাহাড়তলীতে রেলওয়ের ডিজেলশপের (সি-২ গ্রেড) কর্মচারী এবং কর্মচারী কল্যাণ ট্রাস্টের নির্বাচিত পরিচালক ছিলেন। দুইজনের  বাড়ি পাহাড়তলী পাঞ্জাবী লেইনের রেলওয়ে কলোনী এলাকায়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, মহাসড়কের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি লরির মধ্যে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে বরকত উল্লাহ নিহত হন। মুমূর্ষু অবস্থায় রাকিব উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।