- সারাদেশ
- চট্টগ্রামে ’বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
চট্টগ্রামে ’বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রতীকী ছবি
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোর রাতে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. রাসেল পাহাড়তলী থানার গ্রিনভিউ আবাসিক এলাকার তিন নম্বর রোডের শামসুল আলমের ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতি, হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মো. ইয়াছিন নামে তার এক সহযোগিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান জানান, রাতে বারুণী স্নান ঘাটে একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে যায়। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, রাসেল নগরের পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং এলাকার দুর্ধর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী। সুঠামদেহী হওয়ায় তাকে এলাকায় সবাই ভয় করতো। কথায় কথায় গুলি করে ভীতি তৈরি করেন রাসেল।
বছরখানেক আগে সবুজবাগ আবাসিক এলাকায় বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করেন রাসেল। ফুসফুসে আঘাত পাওয়া ওই ব্যক্তি এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন। ছিনতাই, সন্ত্রাসী ও খুনের চেষ্টার মতো অপরাধের সঙ্গে রাসেল জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
মন্তব্য করুন