রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত চারজন এবং উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী নগরীর বেলদারপাড়া মোড় এলাকার জিকরুল হক (৭২) ও নওগাঁ শহরের কাজির মোড় এলাকার অনুকূল চন্দ্র প্রামাণিক (৫০)। এদের মধ্যে জিকরুল হক মঙ্গলবার এবং অনুকূল চন্দ্র শনিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে নমুনা পরীক্ষা করা হলে তারা দুজনেরই করোনা পজিটিভ আসে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তারা মারা যান। এদের মধ্যে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মারা যাওয়া করোনা আক্রান্ত দুইজন হলেন, রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নূরী (৩২) এবং পাবনা সদর উপজেলার রামনগর গ্রামের লিয়াকত আলী (৬০)।

করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যাওয়া অপর দুজন হলেন-পাবনা সদর উপজেলার শালগাড়ি গ্রামের আলতাফ হোসেন (৬২) এবং নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০)।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত মৃত চারজনের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।