- সারাদেশ
- স্ত্রীর ৩ ও সন্তানের ১ বছর পর সাপের কামড়ে তারও মৃত্যু
স্ত্রীর ৩ ও সন্তানের ১ বছর পর সাপের কামড়ে তারও মৃত্যু

স্ত্রী ও মেয়ের পর এবার বিষধর সাপের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির; ব্যবধান মাত্র তিন বছর। ঘটনাও একই শোবার ঘরে এ ঘটনা।
সাপের কামড়ে মারা যাওয়া আবু বক্কর সিদ্দিক (৬০) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে সাপে কাটার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে আবু বক্কর সিদ্দিকের মেয়ে ময়না (১১) ও তার দুই বছর আগে তার স্ত্রী নুরজাহান একই ঘরে সাপের কামড়ে মারা যান। শুধু বেঁচে ছিলেন ছিলেন আবু বক্কর।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১ টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এ সময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে ফেলে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়।
পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও বক্করকে প্রথমে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যান। সাপুড়িয়া অপরাগতকা প্রকাশ করলে রাতেই মোটরসাইকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে তার দাফন হয়।
এতথ্য নিশ্চিত করে আবু বক্করের ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা যায়।
তিনি বলেন, এর আগে একই ঘরে সাপের কামড়ে আমার ভাবী ও ভাতিজি মারা যায়।
মন্তব্য করুন