মেহেরপুরের মুজিবনগরে করোনা উপসর্গ নিয়ে সুফল মণ্ডল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার বিকেলে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রেজওয়ান আহম্মেদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই সুফল মণ্ডলের মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। 

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি বলেন, সুফল মণ্ডল করোনা উপসর্গে মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য করার ব্যবস্থা নেওয়া হয়েছে।