- সারাদেশ
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু
মিঠাপুকুরে বাসের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় আরমান আলী (৩৫) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার বিকেলে রংপুর-বগুড়া মহাসড়কে উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান আলী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিকিৎসক আরমান আলী রংপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বিকেলে কর্মস্থল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক আসা ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন