- সারাদেশ
- মধুপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক
মধুপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

টাঙ্গাইলের মধুপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে ওই শিশুর দাদার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেন (৪৫) নামের ব্যক্তিকে আটক করে পুলিশ।
অভিযুক্ত আনোয়ার হোসেন ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের দরিরামপুর গ্রামের জনৈক হাসান আলেীর ছেলে। মধুপুর উপজেলার পালবাড়ী গ্রামে নানা আহাম্মদ আলীর বাড়ির পাশে বসত বাড়ি তৈরি থাকেন তিনি।
শিশুটির দাদা জানান, গত রোববার দুপুরে তার নাতনিকে ফুঁসলিয়ে আনোয়ার বাড়ির পাশে বংশাই নদীর ধারের পাটের ক্ষেতে নিয়ে যায়। কিন্তু স্থানীয় এক নারী দেখে ফেলায় আনোয়ার তার নাতনিকে রেখে চম্পট দেয়।
মধুপুর থানার ওসি তারিক কামাল অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে গিয়ে আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন