নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করে সালাম গ্রহণ করেন।

বুধবার চট্টগ্রামে নেভাল একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীর ২০১৭/বি ব্যাচের ৪৪ জন মিডশীপম্যান এবং ২০২০/এ ব্যাচের ২৯ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৭৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। এর যার মধ্যে তিনজন নারী।

নৌবাহিনী প্রধান বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট, হেলিকপ্টার, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ এবং সর্বোপরি দুটি সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীর মর্যাদায় উন্নীত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও নেয়া হয়েছে ব্যাপক পদক্ষেপ।

তিনি বলেন, এছাড়া নৌসদস্যদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হচ্ছে। নবীন কর্মকর্তারা নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সদ্য কমিশনপ্রাপ্তদের মধ্যে মিডশীপম্যান ব্যাচের মো. আসিফ মেহরাজ সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশীপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’পেয়েছেন। আবু সাদাত মো. সায়েম দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ পেয়েছেন। ডাইরেক্ট এন্ট্রি অফিসার ব্যাচ থেকে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট আব্দুস সামাদ আশিক শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’পেয়েছেন।