- সারাদেশ
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতে আহত বাবা
কিশোরগঞ্জের ভৈরবে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর বাবা গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটি ভৈরব শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মো. রকি (২২) শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার মো. লোকমান মিয়ার ছেলে।
জানা যায়, কয়েকদিন ধরে রকি স্কুলছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল। সকাল ৯টার দিকে স্কুলছাত্রীটি বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে রকি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে অশালীন কথা বলতে শুরু করে। এ সময় স্কুলছাত্রীটির বাবা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বখাটে রকি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে স্কুলছাত্রীটির বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকরা।
শ্রীনগর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব.) আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবৎ গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। এছাড়াও তার বাবা-মা দুজনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন